শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৮ : ০৫Rajit Das
মিল্টন সেন, হুগলি: সম্প্রীতি এবং শৃঙ্খলার অনন্য নজির হুগলিতে। দুপুর গড়াতেই রিষড়ার বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা জিটি রোডে ধরে সন্ধ্যা বাজার হয়ে ছাই-রোডের দিকে এগোতে শুরু করে। এ দিকে বিকেল চারটে নাগাদ অন্যান্য দিনের মতোই এ দিনও রিষড়া জামা মসজিদে শুরু হয় আজান। এই আজান চলাকালীন প্রথম শোভাযাত্রা ছাই রোড ধরে পৌঁছয় মসজিদের সামনে। ধীরে ধীরে অতিক্রম করে মসজিদ। একদিকে চলল আযান, অন্যদিকে রামনবমীর গান, ধ্বনি।
রিষড়া চারবাতি, বাগখাল, এন এস রোড, মৈত্রী পথ, বাঙ্গুর পার্ক, প্রভাষ নগর-সহ একাধিক জায়গা থেকে একের পর এক মোট ১৪টি শোভাযাত্রা জিটি রোড ধরে শান্তিপূর্ণ ভাবে শ্রীরামপুরের দিকে এগোতে থাকে। আয়োজিত শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে দেখা যায় হাজার হাজার মানুষকে। সুসজ্জিত শোভাযাত্রায় রামের মূর্তির সঙ্গে দেখা গিয়েছে অনেক ঋষি মনীষীদের মূর্তিও। ছিল নানান বাজনা, ট্যাবলো।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মসজিদ সংলগ্ন এলাকায় অনেকেই এগিয়ে দিয়েছেন জলের বোতল। রিষড়া রামনবমী মিছিল কমিটির মার্গ দর্শক দীনেশ বেড়িওয়াল জানিয়েছেন, রাম লালার পাশাপাশি আমরা ঋষি মনীষীদের সঙ্গে নিয়ে চলতে চাই। শান্তিপূর্ণ আয়োজনের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন দীনেশ বাবু।
শোভাযাত্রা শান্তিপূর্ণ রাখতে আগাম পুলিশি ব্যবস্থা ছিল নজরকাড়া। শোভাযাত্রার সমগ্র রুটে মোতায়েন করা ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। রাস্তায় ছিলেন শ্রীরামপুরের ডিসি অর্ণব বিশ্বাস, এসিপি-টু শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুরের আইসি সুখময় চক্রবর্তী, শ্রীরামপুর মহিলা থানার আইসি দীপশ্রী গাঙ্গুলি-সহ পুলিশ আধিকারিকেরা। এছাড়াও সাধারণ পুলিশ কর্মীদের সঙ্গে রাস্তায় উপস্থিত ছিল মহিলা পুলিশ কর্মী, ট্রাফিক কর্মী-সহ কমিশনারেটের উইনার্স টিম। ছিল সাদা পোশাকে পুলিশ কর্মীরা। পুলিশি নজরদারি চলছিল ওয়াচ টাওয়ার থেকে। একইসঙ্গে টাওয়ার থেকে প্রত্যেক শোভাযাত্রার ভিডিওগ্রাফিও করা হচ্ছিল। নজরদারি চলছিল ড্রোন ক্যামেরার মাধ্যমে। রিষড়া থানার কন্ট্রোল রুম থেকে গোটা বিষয়ের উপর নজর রেখেছেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী।
পুলিশ কমিশনার বলেন, "শুধুমাত্র চন্দননগর কমিশনারেট এলাকায় ৬০টি শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিষড়া এলাকায় ১৪ টি শোভাযাত্রার অনুষ্ঠিত হয়। সোমবার ডানকুনি এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বাকি ৪৪ টি শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে আগামী ৯ তারিখ। পুলিশি তৎপরতা ছিল। তবে প্রত্যেকেই সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সমস্ত শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।"
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?